Home কানাডা খবর ইলিনয়সে নতুন কারখানা নির্মান করবে লায়ন ইলেকট্রিক

ইলিনয়সে নতুন কারখানা নির্মান করবে লায়ন ইলেকট্রিক

অনলাইন ডেস্ক : কানাডিয়ান ইলেকট্রিক ভিহিকল কোম্পানি লায়ন ইলেকট্রিক বলেছে তারা ইলিনয়সে একটি নতুন কারখানা নির্মাণ করতে। গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ৭০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিতব্য ওই কারখানায় আগামী ৩ বছরে প্রায় ৭৫০ জনের কর্ম সংস্থান হবে। মূলত ‘ইয়েলো ইলেকট্রিক স্কুল বাস’ নির্মাণের মাধ্যমে সুনাম অর্জনকারি লায়ন ইলেকট্রিক কানাডাতে ব্যাটারি উৎপাদনেও জড়িত। কোম্পানির প্রধান নির্বাহী মার্ক বেডার্ড বলেন, তাদের নতুন প্রকল্প থেকে ২০২২ সালের মাঝামাঝিতে উৎপাদনে যেতে পারবে। এটি পুরোদমে চালু হলে বছরে ২০ হাজার ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদন সম্ভব হবে। পরিবেশ বান্ধব এসব যানবাহনের চাহিদা কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ব্যাপক। মন্ট্রিলে এক সংবাদ সম্মেলনে মার্ক বেডার্ড আরো বলেন, লায়ন ইলেকট্রিক কোম্পানি তাদের ব্যবসা কানাডা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রেও স¤প্রসারণের কথা ভাবছে। তিনি বলেন, বর্তমানে রাস্তায় আমাদের ৪০০ ইলেকট্রিক বাস আছে, ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ২৫০০ তে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সূত্র : রয়টার্স

Exit mobile version