Home আন্তর্জাতিক ইসরাইল ও ইউক্রেনের সহায়তা বিল আটকে গেল মার্কিন সিনেটে

ইসরাইল ও ইউক্রেনের সহায়তা বিল আটকে গেল মার্কিন সিনেটে

অনলাইন ডেস্ক : ইসরাইল ও ইউক্রেনের সহায়তা সংক্রান্ত প্যাকেজ বিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার বিষয়ে মার্কিন সিনেটে প্রথম পদ্ধতিগত ভোট ব্যর্থ হয়েছে। ভোটটি সিনেটের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এ উদ্যোগে ১১৮ বিলিয়ন অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬০.০৬ বিলিয়ন ডলার ইউক্রেনকে সমর্থন করার জন্য, ১৪.১ বিলিয়ন ডলার – ইসরাইলকে সাহায্য করার জন্য এবং ২০.২৩ বিলিয়ন ডলার – মেক্সিকোর সাথে সীমান্ত সুরক্ষিত করার জন্য ব্যয় করার প্রস্তাব করা হয়েছিল।

বাইডেন নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিলেও ১৬৭ জন ডেমোক্রেট এই বিলের বিপক্ষে ভোট দেন। ১৩ জন রিপাবলিকান বিলটির বিরোধিতা করে। বিলের বিপক্ষে দাঁড়ানো মার্কিন আইনপ্রণেতারা বিলটিকে ‘নিন্দিত’ বলে আখ্যা দেন।

এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরাইলকে নতুন করে এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার সুপারিশ করে বাইডেন সরকার। সামরিক সহায়তা দেয়ার এই আইনটি উপস্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরি করত ইসরাইল। সূত্র: তাস।

Exit mobile version