Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান ও শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান ও শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী নিহত

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে চালানো ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। এই হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসিও নিহত হয়েছে।

শুক্রবার ভোররাতের এই হামলা পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।

মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ফারেইদুন আব্বাসি ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণে এই দুই বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলার কারণে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, এই হামলার মাত্র দুই দিন পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ফলে অনেকেই ধারণা করছেন, সেই সময়টিকেই টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এই হামলায় শুধু আইআরজিসি প্রধান বা বিজ্ঞানীরাই নন, আরও গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) থেকেই গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করেছিল। অবশেষে শুক্রবার ভোরে তা বাস্তবে রূপ নেয়।

ইসরায়েল জানায়, তারা ‘নেশন অব লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে এই হামলা চালিয়েছে। এর লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো।

টাইমস অব ইসরায়েল এবং দেশটির সামরিক সূত্র বলছে, এই অভিযানে দুই ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। হামলাটি সুনির্দিষ্ট ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা।

তবে ইরানের পক্ষ থেকে এখনো নিহতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ও প্রেস টিভি জানায়, ইসরায়েলি হামলায় তেহরানের আবাসিক এলাকাগুলোতে নারী ও শিশুসহ বেসামরিক লোকজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আবাসিক এলাকায় হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক ও সামরিক হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলবে।

সূত্র: তাসনিম নিউজ

Exit mobile version