Home আন্তর্জাতিক ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি জীবিত, দেখা গেল তেহরানে

ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি জীবিত, দেখা গেল তেহরানে

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জীবিত এবং সুস্থ আছেন। তেহরানে এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার তাকে সাধারণ মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা গেছে।

এর আগে ইরান-ইসরাইল সংঘাতে জেনারেল কানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। আজ বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইরানের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানিকে তেহরানের এক জনসমাবেশে অংশ নিতে দেখা গেছে। এই সমাবেশ আয়োজন করা হয়েছিল কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য উদযাপন করতে।

এর আগে গত শুক্রবার (২০ জুন) নিউইয়র্ক টাইমস একটি ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে কানির প্রকাশ্য উপস্থিতির মধ্য দিয়ে তার মৃত্যুর খবর পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভি এই ভিডিও প্রকাশ করেছে। তাসনিম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরি (ঐশ্বরিক বিজয়)-এর পর তেহরানের জনসমাবেশে কুদস ফোর্স কমান্ডার কানি উপস্থিত হয়েছেন।’

কানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলেইমানির স্থলাভিষিক্ত হন।

উল্লেখ্য, ১২ দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যাতে সম্মতি জানিয়েছে দেশ দুটি।

Exit mobile version