Home কানাডা খবর ইসলাম বিরোধী ফেসবুক গ্রুপের সদস্য হওয়ায় হ্যামিল্টনের এমপিকে সরিয়ে দিল এনডিপি

ইসলাম বিরোধী ফেসবুক গ্রুপের সদস্য হওয়ায় হ্যামিল্টনের এমপিকে সরিয়ে দিল এনডিপি

অনলাইন ডেস্ক : অন্টারিওর হ্যামিল্টনের দীর্ঘদিনের এমপিপি (মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট) পল মিলারকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিপি (নিউ ডেমোক্রেটিক পার্টি)। একটি ইসলামোফোবিক ফেসবুক গ্রুপের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও মিলারের বিরুদ্ধে সমকামী ও বর্ণবাদী আচরণের অভিযোগও রয়েছে। গত বুধবার অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘সঙ্কটজনক আচরণের পদ্ধতি’ অনুসরণের দায়ে মিলারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পল মিলার তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘বানোয়াট ও মিথ্যা’ বলে অবিহিত করেছেন।

এনডিপির প্রাদেশিক পরিচালক লুসি ওয়াটসন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মিলারের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে তিনি বিতর্কিত ফেসবুক গ্রæপ ‘ ওয়ার্ল্ডওয়াইড কোয়ালিশন অ্যাগেইনস্ট ইসলামের’ সদস্য। দলের নীতি অনুযায়ী কোন সদস্য যে কোন ধরনের বর্ণবাদী আচরণের সাথে জড়িত থাকলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

মিলার কানাডিয়ান প্রেসকে বলেছেন, একটি ফেসবুক পোস্টের জন্য তাকে সরিয়ে দেয়া হয়েছে। তবে তিনি দাবি করেন ওই পোস্টে লেখাটি তার নয়। তিনি বলেন, নিজের ফেসবুক পোস্টে তিনি নিজে কিছু লেখেন না। তার হয়ে তার কমীরা সেখানে বিভিন্ন লেখা পোস্ট করেন। যে পোস্টটি নিয়ে বিতর্কের সৃষ্টি সেটিও তার কোন প্রাক্তন কর্মী দ্বারা লেখা হয়ে থাকতে পারে। তবে তিনি স্বীকার করেছেন যে পোস্টটিতে সাধারণ মানুষের জন্য ‘আপত্তিকর’ কিছু কথা ছিল।

অন্টারিও এনডিপি নেতা আন্দ্রেয়া হরওয়াম গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, মিলারকে আগামী ২ জুনের প্রাদেশিক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার অনুমতি দেয়া হবে না এবং পার্টি তাকে ককাস থেকে বের করে দেবে। এ প্রসঙ্গে মিলার সংবাদ মাধ্যমকে বলেন, আমার আইনজীবী বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। তবুও আমি মনে করি আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ বানোয়াট ও মিথ্যা। যে বিষয়গুলো নিয়ে জল ঘোলা করা হচ্ছে সেগুলো আসলে অপরাধমূলক তেমন কোন বিষয় না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দেয়া না হলে তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন।

প্রসঙ্গত, পল মিলার অন্টারিওর হ্যামিল্টন ইস্ট স্টনি ক্রিকে ২০০৭ সাল থেকে টানা চার বার এমপিপি নির্বাচিত হয়েছেন। সূত্র : সিবিসি

Exit mobile version