Home আন্তর্জাতিক এপস্টিন ফাইল প্রকাশে কংগ্রেসের অনুমোদন, বিল যাচ্ছে ট্রাম্পের টেবিলে

এপস্টিন ফাইল প্রকাশে কংগ্রেসের অনুমোদন, বিল যাচ্ছে ট্রাম্পের টেবিলে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষই যৌন অপরাধী অর্থকুবের জেফ্রি এপস্টিনকে ঘিরে থাকা নথিগুলো প্রকাশের জন্য বিচার বিভাগকে নির্দেশ দিতে সম্মত হয়েছে।

প্রতিনিধি পরিষদে এ পদক্ষেপটি ৪২৭-১ ভোটে বিপুল সমর্থনে পাস হয়, আর সেনেট আনুষ্ঠানিক ভোট ছাড়াই সর্বসম্মতভাবে বিলটিকে দ্রুত অনুমোদন দেয়।

এই সিদ্ধান্ত আসে কয়েক দিন পর, যখন নিজ সমর্থকদের তীব্র দাবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অবস্থান বদলে কংগ্রেসকে নথিগুলো প্রকাশের পক্ষে ভোট দিতে আহ্বান জানান।

বিবিসি সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ২০ হাজারের বেশি পৃষ্ঠা প্রকাশিত হয়, যেখানে ট্রাম্পকে উল্লেখ করে এমন কিছু নথিও ছিল। তবে হোয়াইট হাউস কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

তবে লুইজিয়ানার রিপাবলিকান ক্লে হিগিন্স প্রতিনিধি পরিষদে একমাত্র বিরোধী ছিলেন। তিনি যুক্তি দেন যে তথ্যগুলো প্রকাশ করলে ‘নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে’।

ফাইল প্রকাশের দাবিকে আগে ক্যাপিটল হিলে আক্রমণ করলেও পরে ট্রাম্প হঠাৎ করে বললেন যে ‘লুকানোর কিছু নেই’-এটি ওয়াশিংটনের অনেককে বিস্মিত করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে নিজেদের অবস্থান মিলিয়ে ফাইল প্রকাশের বিরোধিতা করে আসায় রিপাবলিকান কংগ্রেস নেতৃত্বও এই হঠাৎ পরিবর্তনে অপ্রস্তুত হয়ে পড়ে।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বারবার এপস্টিন ফাইল প্রকাশের দাবিকে ‘ডেমোক্র্যাটদের মনগড়া নাটক’ বলে আখ্যা দিয়েছিলেন।

 

Exit mobile version