Home কানাডা খবর এবারের বাজেট উদ্ভূত সমস্যা মোকাবেলায় সক্ষম হবে : আহমেদ হুসেন

এবারের বাজেট উদ্ভূত সমস্যা মোকাবেলায় সক্ষম হবে : আহমেদ হুসেন

কানাডার হাউজিং, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন মন্ত্রী আহমেদ হুসেন

অনলাইন ডেস্ক : গত ৩রা এপ্রিল, সোমবার এবারের কানাডার বাজেট নিয়ে ‘বাংলা কাগজ’-এর সম্পাদকের সাথে এক টেলিফোন কথোপকথনে কানাডার হাউজিং, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন মন্ত্রী আহমেদ হুসেন জানান, বাজেটে স্বাস্থ্য, সহজলভ্য আবাসন, সবুজ অর্থনীতি এবং অন্যান্য খাত এ যে সব পদক্ষেপের কথা বলা হয়েছে, তাতে করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়ার সামরিক সংঘাতের ফলে যে সব সমস্যার মুখোমুখি আমরা প্রতিনিয়ত হচ্ছি, সেগুলো মোকাবেলা করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ২৮শে মার্চ কানাডার উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড ফেডারেল সরকারের ২০২৩ সালের বাজেট উপস্থাপন করেন। ‘এ মেইড-ইন-কানাডা প্লান’ শিরোনামে এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে, এই বাজেট কানাডায় একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলার রূপরেখা আছে, যা মানুষের অর্থনীতির ভিতকে মজবুত করার সাথে সাথে স্বাস্থ্য সেবায় এক অভাবনীয় ইতিবাচক ফল বয়ে আনবে। মোট ৪৯৭ বিলিয়ন ডলারের এই বাজেটে বিশেষভাবে জোর দেয়া হয়েছে সবুজ অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অবস্থার গতি ফিরিয়ে আনা এবং জীবনযাত্রা উচ্চমাত্রার ব্যয় থেকে জনগণকে মুক্তি দেয়া।

মন্ত্রী আহমেদ হুসেন বলেন, লিবারেল সরকার বর্তমান বৈরী বিশ্ব পরিস্থিতির মধ্যেও সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সামগ্রিকভাবে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয় এবং সবাই স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে। এর জন্যে প্রয়োজনে বিভিন্ন খাতে ভ‚র্তকীর পরিমাণ বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় আর্থিক সহায়তার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কানাডার জনগণ আগামীতে এই বাজেটের সুফল ভোগ করবে।

Exit mobile version