Home বিনোদন কবে বিয়ে করছেন? যা বললেন সোনাক্ষী

কবে বিয়ে করছেন? যা বললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা। বি-টাউনের আলোচিত এই অভিনেত্রী বরাবরই স্পষ্টভাষী। পছন্দ করেন সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি গল্প শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, মার্বেলের সিরিজ দেখে সময় কাটছে তার। একই সঙ্গে তিনি ভক্তদের কাছে জানতে চেয়েছেন তাদের আগ্রহের কথা। এ সময় তার এক ভক্ত তার বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। বেশ কৌশলেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

ওই ভক্ত লিখেছেন, ম্যাম সবাই বিয়ে করছেন, আপনি বিয়ে করবেন কবে? জবাবে সোনাক্ষী বলেন, ‘সবাই কি করোনায় আক্রান্ত হচ্ছেন? আমারও কী সেটা জানা উচিত নয়? সবাই বিয়ে করছে বলে কী আমারও বিয়ে করতে হবে। আমার কি সেটা করা উচিত?’

করোনা থেকে সেরে উঠছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার কোভিড নেই। তবে আমি এখনই সুস্থ হচ্ছি না। আমি বাড়িতে থাকতে পছন্দ করি। বলতে পারেন মজা করতে কোয়ারেন্টিন করার মতো।’

শোনা যায়, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। তবে এ বিষয়ে মুখ খোলেননি তিনি। বরং জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের জল্পনা সামনে আসতেই সোনাক্ষী বলেছিলেন যে, সময় হলে তিনিই প্রথম বলবেন, আপাতত নাকি প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিউডে একের পর এক অভিনেতা সাতপাকে বাঁধা পড়ছেন, তাই সোনাক্ষীকে নিয়েও দানা বাঁধছে প্রশ্ন।

Exit mobile version