Home বিনোদন মাধুরী দীক্ষিতকে বয়কটের ডাক! 

মাধুরী দীক্ষিতকে বয়কটের ডাক! 

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের হাসি ও নাচে মুগ্ধ কোটি দর্শক। তার প্রতিটি মঞ্চাভিনয়ে থাকে অনুরাগীদের ভিড়। কিন্তু এ বার সেই মাধুরীকেই নিয়ে বিরক্ত দর্শক। সম্প্রতি কানাডায় আয়োজিত তার এক কনসার্টে দর্শকের ক্ষোভ তীব্র হয়ে উঠেছে। খবর এই সময় অনলাইনের।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষুব্ধ দর্শকরা আয়োজকদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন এবং টিকিটের টাকা ফেরতের দাবি তুলছেন। অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পর মাধুরী মঞ্চে আসেন – দর্শকদের প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। ফলে অভিনেত্রীর পরবর্তী কনসার্ট বয়কটেরও দাবি উঠেছে।

একজন দর্শক লিখেছেন, টাকা নষ্ট, সময় নষ্ট। এই শো একেবারেই হতাশাজনক। কেউ আবার ক্ষোভ প্রকাশ করে জানান, বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে মাধুরী প্রতিটি গানে মাত্র কয়েক সেকেন্ড করে নাচবেন, আর বাকিটা সময় গল্প করবেন। এটা কেমন শো?

এছাড়াও অনুষ্ঠানজুড়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন উপস্থিত দর্শকেরা। আয়োজকদের সংগঠনের ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন।

উল্লেখ্য, মাস কয়েক আগে কানাডায় অনুরূপ ঘটনার মুখে পড়েছিলেন গায়িকা নেহা কক্কার। তাকেও এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়, যা নিয়ে চর্চা হয় বিনোদন দুনিয়ায়।

Exit mobile version