Home কানাডা খবর কানাডার চাকরির বাজার ফিরেছে মহামারির আগের অবস্থানে

কানাডার চাকরির বাজার ফিরেছে মহামারির আগের অবস্থানে

অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডাতেও বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল। দীর্ঘমেয়াদি ‘লকডাউন’ আর ‘শাটডাউনে’ শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছিল স্থবিরতা। বেকারত্বের হার ছাড়িয়েছিল অতীতের সব রেকর্ড। তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করায় দেশটিতে চাকরির বাজারে প্রাণ ফিরেছে। গত চার মাস যাবত বেকারত্বের হার ক্রমাগত হ্রাস পেয়ে গত সেপ্টেম্বর মাসে চাকরির বাজার মহামারির আগের অবস্থানে ফিরেছে। অর্থাত করোনা মহামারি শুরুর আগে ২০২০ সালের ফেব্রæয়ারি মাসে কানাডার কর্মসংস্থানের চিত্র যে অবস্থানে ছিল গত মাসে তা সেই অবস্থানে ফিরেছে। সেপ্টেম্বরে ১ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থান দেশের বেকারত্বের হার কমাতে ভূমিকা রেখেছে। পরিসংখ্যান কানাডার দেয়া সর্বশেষ হিসাব অনুযায়ী গত মাসে দেশের সার্বিক কর্মসংস্থান বেড়েছে ০.৮ শতাংশ। এর আগের তিন মাসেও এই হার বেড়েছিল। অর্থাত মহামরিকালে পর পর ৪র্থ মাসেও কানাডায় কর্মসংস্থানের চিত্র ইতিবাচক অবস্থানে আছে। গত মাসে পুরনো অনেকে তাদের কর্মস্থলে ফিরেছেন। অন্যদিকে এক লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এর ফলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের অবস্থানে ফিরে এসেছে কর্মসংস্থানের সার্বিক চিত্র। তবে লেবার ফোর্স সার্ভের হিসেবের সাথে পরিসংখ্যান কানাডার হিসেবের কিছুটা গড়মিল আছে। লেবার ফোর্সের হিসাবে কানাডার চাকরির বাজার ১৯ মাস আগের অবস্থানের চাইতে এখনো ০.৯ শতাংশ পিছিয়ে আছে। তাদের মতে গত ১৯ মাসে কানাডার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.৪ শতাংশ। এছাড়া নতুন কর্মসংস্থানের প্রায় ৩০ শতাংশই শিশু শ্রম (১৮ বছরের নিচে)। এসব বিষয় বিবেচনায় কর্মসংস্থানের চিত্র মহামারির পূর্ব অবস্থানে নিতে হলে আগামী মাসগুলোতে আরো ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, মহামারি শুরুর পর কানাডায় প্রায় ৩ মিলিয়ন লোক চাকরি হারিয়ে বেকারত্বের খাতায় নাম লিখিয়েছিল। তাদের বেশিরভাগেরই বয়স ছিল ২৫ থেকে ৫৪ বছর। পরবর্তীতে গত জুন মাস থেকে করোনা বিধি-নিষেধ শিথিল করা হলে কর্মসংস্থান বাড়তে থাকে। সেই সাথে কমতে থাকে বেকারত্বের হার। গত আগস্টে কানাডায় বেকারত্বের হার ছিল ৭.১ শতাংশ। গত সেপ্টেম্বরে এই হার আরও ০.২ পয়েন্ট শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৯ শতাংশে। কুইবেকে বেকারত্বের হার সেপ্টেম্বর মাসের ০.১ শতাংশ কমে হয়েছে ৫.৭ শতাংশ। অন্টারিওতেও অবস্থার উন্নতি হয়েছে। সেখানে গত মাসে বেকারত্বের হার কমেছে ০.৩ শতাংশ। প্রদেশটিতে বর্তমান বেকারত্বের হার ৭.৩%। অন্যদিকে আটলান্টিক অঞ্চলে বেকারত্বের হার কিছুটা বেড়েছে। ওই অঞ্চলে শুধুমাত্র নিউ ব্রান্সউইকে বেকারত্বের হার ৯.৩ শতাংশে স্থিতিশীল আছে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর মধ্যে আলবার্টা ুছাড়া সবখানেই বেকারত্বের হার কমেছে। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version