কানাডার টরোন্টতে “নরসিংদী জেলা এসোসিয়েশন অফ কানাডা” ব্যানারে ১৯ মার্চ সন্ধ্যা ৭টায় রেডহট তন্দুরি রেস্তোরাঁয় এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি এসোসিয়েশন গঠনের সূচনা করে, যার লক্ষ্য কানাডায় বসবাসরত নরসিংদী জেলার জনগণকে একত্রিত করা। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জুবায়ের জয় যিনি অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও এরপর স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক শাহ কাওনাইন (সিফাত)। তিনি কানাডায় নরসিংদী স¤প্রদায়ের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পুরো অনুষ্ঠান আয়োজন করেন আরো দুই পরিচালক মেহেদী তুহিন ও ফাহাদ হৃদয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন টরন্টোর বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃ›দ্ব। তারা এসোসিয়েশন গঠনের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যত প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। তারা কানাডা ও বাংলাদেশের মধ্যে বন্ধন জোরদার করার লক্ষ্যে সদস্যদের কাজ করার আহ্বান জানান।
এসোসিয়েশনের পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। তারা সকল অতিথি ও সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এসোসিয়েশনের লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান।
সার্বিকভাবে কানাডার নরসিংদী জেলা এসোসিয়েশনের উদ্বোধনী কর্মসূচী ছিল একটি অসামান্য সাফল্য। এটি কানাডায় নরসিংদী স¤প্রদায়ের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং সদস্যরা তাদের স¤প্রদায়কে শক্তিশালী করতে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উন্নীত করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।