অনলাইন ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলে চলতি মাসের প্রথম দিক থেকেই তীব্র গরম পড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ প্রতিদিনই রেকর্ড অতিক্রম করছে। প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া থেকে দক্ষিণের সাসক্যাচুয়ান পর্যন্ত লু হাওয়া বইছে। অন্যান্য বছর এ সময় ওই অঞ্চলে যে তাপমাত্রা থাকে এবছর তা অনেক বেশি। আগামী কয়েক দিন এই তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আভাস দিয়েছে।
গত ৫ জুন টরন্টোতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার অধিবাসীরা গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখার জন্য বিশেষ উপায় খুঁজছে। এদিকে ব্রিটিশ কলম্বিয়াতে পরিস্থিতি আরো ভয়াবহ। আবহাওয়া অফিস বলছে, আগামী রবি ও সোমবার সেখানে বছরের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করতে পারে। এছাড়া আলবার্টাতেও আগামী সপ্তাহে তাপমাত্রা সব রেকর্ড ছাড়াতে পারে। ব্রিটিশ কলম্বিয়ার কামলুপসে গত ৬ দিন ধরে তাপমাত্রা রেকর্ড ৪০ থেকে ৪১ ডিগ্রিতে ওঠা নামা করছে। এনভায়রনমেন্ট কানাডার আবহাওয়াবিদ আরমেল ক্যাস্টেলান বলেন, কানাডায় এত গরম আগে কেউ কখনো দেখেনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, আমরা আমাদের আচরণ পরিবর্তন না করলে পরিবেশের এই বিপর্যয় চলতেই থাকবে। তিনি অতিমাত্রায় যন্ত্র নির্ভর না হয়ে প্রকৃতিতে স্বাভাবিক বিকাশের সুযোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রায় আমরা ছায়াতে অবস্থান করে নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু ৪০/৪২ ডিগ্রিতে আপনি গাছের ছায়ায় নিরাপদ নন। ফলে আপনি ডিহাইড্রেশনসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। এছাড়া এই গরমে হিট স্ট্রোকসহ অন্যান্য ঝুঁকিতো রয়েছেই।
তীব্র গরমে যে সব সমস্যা হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে- অতিরিক্ত ঘামের ফলে শরীর দুর্বল হয়ে পড়া, মাথা ব্যাথা, শরীরে পেশি সংকুচিত হয়ে আসা ইত্যাদি। এসব সমস্যা থেকে বাঁচতে ডাক্তারদের পরামর্শ হচ্ছে পর্যাপ্ত পানি পান করা ও বিশ্রাম নেয়া। সূত্র : সিবিসি নিউজ