Home কানাডা খবর কানাডায় অভ্যন্তরিণ রুটে বিমান ভাড়া কমল

কানাডায় অভ্যন্তরিণ রুটে বিমান ভাড়া কমল

অনলাইন ডেস্ক : করোনা মহামারি ঠেকাতে বিনা প্রয়োজনে ভ্রমণ না করার নির্দেশনা সত্তে¡ও কানাডায় অভ্যন্তারন রুটে বিমানে সংস্থাগুলো তাদের বিমানে চড়ার আহবান জানিয়ে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। এমনকি তারা বিমান ভাড়া কমিয়েও যাত্রীদের তাদের বিমানে চড়ার আহবান জানাচ্ছে। ভ্রমণে আকাশ পথ ব্যবহারের জন্য তারা যাত্রীদের উৎসাহিত করছে।

এয়ার কানাডা ও ওয়েস্ট জেটের মতো এয়ারলাইন্সগুলো অভ্যন্তরিণ রুটে তাদের বিমান ভাড়া ২০% কমানোর ঘোষণা দিয়েছে। এতে টরন্টো থেকে ভেঙ্কুবার পর্যন্ত ভাড়া নেমে এসেছে ১২০ ডলারে। এছাড়া মন্ট্রিল থেকে হেলিফিক্সের ভাড়া ৮৬ ডলার এবং উইনিপিগ থেকে ক্যালগরির ভাড়া হবে মাত্র ৯০ ডলার। আগামী ডিসেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য এই অফার বলবৎ থাকবে।

এদিকে এয়ার ট্রান্সেট এজেন্সি ক্যালগিরি থেকে টরন্টো পর্যন্ত ভাড়া নির্ধারণ করেছে ১০৭ ডলার। একই রুটে এয়ার কানাডা ও ওয়েস্ট জেটের ভাড়া ১০৫ ডলার।

ভাড়া কমিয়ে যাত্রী বাড়ানোর কারণে ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এটি তারই একটি পন্থা। যাত্রীদের দেয়া অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, কেউ যদি তাদের যাত্রা বাতিল করতে চায় তবে তা ১ জুলাইয়ের মধ্যে জানালে কোন সার্ভিস চার্জ লাগবে না। আগে এর জন্য ২৫ ডলার করে ব্যয় করতে হতো। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version