Home কানাডা খবর কানাডায় ভ্যাকসিন বিরোধীদের তৎপরতা বৃদ্ধি: স্বাস্থ্যকর্মীদের নিন্দা

কানাডায় ভ্যাকসিন বিরোধীদের তৎপরতা বৃদ্ধি: স্বাস্থ্যকর্মীদের নিন্দা

অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও ও ব্রিটিশ কলম্বিয়াসহ বিভিন্ন প্রদেশে ভ্যাকসিন বিরোধীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যাকসিন বিরোধী প্রচারণার পাশাপাশি রাস্তায় বিক্ষোভ, সমাবেশ ও প্রতিবাদ মিছিলও শুরু করেছে। এমনকি অনেক স্থানে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের হামলারর শিকার হচ্ছেন। ন্যাশনাল ও প্রভিন্সিয়াল ম্যাডিক্যাল গ্রæপগুলো এসব ঘটনার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এতে তারা কঠোর ভাষায় ভ্যাকসিন বিরোধীদের নিন্দা ও সমালোচনা করেছে এবং তাদের কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছে।

অন্টারিওর প্রিমিয়ার ডোগ ফোর্ড গত বুধবার ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনার কথা ঘোষণার পর ভ্যাকসিন বিরোধী গ্রুপগুলো প্রতিবাদ শুরু করে। তারা বিভিন্ন হাসপাতাল ও পুলিশ সদর দফতরের বাইরে এবং রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।

অন্টারিওর ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই পরিকল্পনা অনুযায়ী পূর্ণ ২ ডোজ করোনা টিকা গ্রহণকারীদের একটি সনদ দেয়া হবে। তারা এই সনদ দেখিয়ে রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়া ও জিম ব্যবহারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবে। অন্যদিকে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের সর্বক্ষণ মাস্ক পরিধানসহ বিভিন্ন বিধি-নিষেধ মেনে চলতে হবে। ভ্যাকসিন বিরোধীরা এই নিয়মকে ‘সকল নাগরিকের জন্য সমান অধিকার’ নীতির পরিপহ্নিন্থ হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদ করছে। বৃহস্পতিবার টরন্টোর পুলিশ সদর দফতরের বাইরে শত শত লোক ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুবার, কামলুপস,কেলওনা, ভিক্টোরিয়া ও নানাইমোসহ বিভিন্ন শহরে হাসপাতালের বাইরে বিক্ষোভ হয়েছে। কিছু স্থানে বিক্ষোভকারীরা চিকিৎসক ও নার্সদের প্রতি অশোভন আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও অন্টারিও মেডিক্যাল অ্যাসোসিয়েশন তীব্র ভাষায় এসব ঘটনার প্রতিবাদ করেছে। সূত্র : সিবিসি

Exit mobile version