Home কানাডা খবর কানাডায় হিমবাহ ধসে ২ জনের মৃত্যু

কানাডায় হিমবাহ ধসে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্তা প্রদেশে হিমবাহ ধসে দুইজন মারা গেছেন। রবিবার (৩০ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, জাসপার শহরের কাছ থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জাসপার ন্যাশনাল পার্কের কর্মকর্তা স্টিভ ইয়াংয়ের উদ্ধৃতি দিয়ে রেডিও কানাডা বলছে, কলম্বিয়া আইসফিল্ডের মাউন্ট অ্যান্ড্রোমেডা থেকে এই হিমবাহ ধসে পড়েছে।

Exit mobile version