Home আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন:চীন ছাড়লেন অস্ট্রেলিয়ান সাংবাদিকরা

কূটনৈতিক টানাপোড়েন:চীন ছাড়লেন অস্ট্রেলিয়ান সাংবাদিকরা

অনলাইন ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের জেরে চীন থেকে নিজেদের সাংবাদিকদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার দুটি সংবাদমাধ্যম। দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের সাংবাদিক বিল বার্টলেস এবং অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের সাংবাদিক মাইক স্মিথ মঙ্গলবার সিডনি পৌঁছেন।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় আসার আগে এই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে চীন।

একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিস পেইন বলেন, চীনের অস্ট্রেলিয়ান দূতাবাস সাংবাদিকদের কল্যাণ এবং তাদের দেশে ফেরার সাহায্য করছে।

এর আগে অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেইকে আটক করেছে চীন। যদিও চীন সরকারের পক্ষ থেকে তখন এই আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার কারণে এই আটকের ঘটনা ঘটানো হয়েছে ।

Exit mobile version