অনলাইন ডেস্ক : বৃষ্টিমুখর সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে সম্মিলিত বাংলা মেলার। গত ২২ শে আগস্ট সন্ধ্যায় বাংলা টাউনখ্যাত ডেনফোর্থের গোল্ডেন এইজ সেন্টারে সম্মিলিত বাংলা মেলা উদযাপন কমিটি কেক কেটে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
উদযাপন কমিটি’র সভায় সভাপতিত্ব করেন কনভেনার শক্তি দেব। মাহবুব চৌধুরী রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সম্মিলিত বাংলা মেলার মেম্বার সেক্রটারি একে আজাদ, রেশাদ চৌধুরী, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার, জাকারিয়া চৌধুরী, সম্মিলিত বাংলা মেলার চেয়ারপারসন মোহাম্মদ আলী শাওন, ব্যারিস্টার রেজওয়ান রহমান, আনিসুর রহমান, মইন চৌধুরী, রাসেল সিদ্দিকী, ডক্টর হানিফ, আরিফ আহমদ, মোহাম্মদ জিলানী, রিফাত নুরানি, সিরিন চৌধুরী, মেসি চৌধুরী, কানন আহমদ, বাবলু চৌধুরী, অ্যাডভোকেট মালেক, মকবুল হোসেন মঞ্জু,স্বপ্না দাস, নাজমা হক, কামিল হোসেন, মোহাম্মদ মীর্জা, মোঃ শাওন মিয়া, সাকিল আহমদ, এফ বেলাল হোসেন, আরিফ আহমেদ, মোঃ আনিসুর রহমান, আবু জহির সাকিব, শাহ আলম মিসবাহ,মোহাম্মদ জিলানী, রিফাত নুরানি, সিরিন চৌধুরী, মেসি চৌধুরী, কানন আহমদ, বাবলু চৌধুরী, আনোয়ারুল হাকিম চৌধুরীসহ আরো অনেকে। আহাদ খন্দকার বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত ১ম সম্মিলিত বাংলা মেলা ছিল এযাবৎ কালে সর্ববৃহৎ মেলা। আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের সহযোগীতায় একটি সুন্দর মেলা উপহার দেওয়ার চেষ্টা করব।
মেলায় টরেন্টের অনেক গুনি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত দুইজন স্বনামধন্য শিল্পী সায়েরা রেজা ও মাহমুদজ্জামান বাবু গান পরিবেশন করবেন। সভায় কনভেনার শক্তি দেব বলেন আমাদের কালচারাল টীম একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ৪টা সেপ্টেম্বর মেলাকে ঘিরে ইতিমধ্যে টরেন্টো ও আশেপাশের শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রেশাদ চৌধুরী বলেন, মেলায় প্রায় ৫০টির মতো ষ্টল থাকবে।
সবাই এসব স্টল থেকে কেনাকাটা পারবেন। এবারের মেলাও লোকে লোকারণ্য হবে ইনশাল্লাহ। কনভেনার শক্তি দেব বলেন, মেলার কর্মকান্ডে আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত বাংলা মেলা সকলের মেলা, সকলের সহযোগিতাতে এই মেলা সফল হবে। ডঃ হানিফ তাঁর বক্তব্যে এই বিশাল আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে কেক কেটে সম্মিলিত বাংলামেলার কার্যক্রমের শুভ সূচনা করা হয়।