Home কানাডা খবর গ্যাসের ট্যাক্স রদ করতে অন্টারিও সরকারের উদ্যোগ

গ্যাসের ট্যাক্স রদ করতে অন্টারিও সরকারের উদ্যোগ

অনলাইন ডেস্ক : অতি স¤প্রতি গ্যাসোলিন এবং ফুয়েল এর মূল্য মাত্রারিক্ত বেড়ে যাওয়ায় জনগণকে এসব কিনতে অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা করতে অন্টারিও’র ফোর্ড সরকার সাময়িকভাবে এগুলোর উপর থেকে ট্যাক্স রদ করতে আইন আনছে। গত ৩রা এপ্রিল, রবিবার, সরকারের একজন উর্ধতন কর্মকর্তা জানান, সরকার আগামী সোমবার বা মঙ্গলবার প্রতি লিটার গ্যাসে ৫.৭ সেন্ট এবং প্রতি লিটার ফুয়েলে ৫.৩ সেন্ট ট্যাক্স রদ করার জন্য আইন প্রক্রিয়ার উদ্যোগ নিতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, আগামী জুলাই মাসের ১লা তারিখ হতে ছয় মাসের জন্য এটা কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড প্রতিশ্রুতি দেন, গ্যাসের উপর ট্যাক্স রদ এবং ক্যাপ-এন্ড-ট্রেড ব্যবস্থা বাতিল করে তিনি গ্যাসের দাম প্রতি লিটারে ১০ সেন্ট কমাবেন। অন্টারিও’র প্রিমিয়ার হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি ক্যাপ-এন্ড-ট্রেড ব্যবস্থা বাতিল করে দেন এবং তাঁর সরকার দাবি করে, এটার ফলে প্রতি লিটারে গ্যাসের উপর ট্যাক্স ৪.৩ সেন্ট কমানো সম্ভব হয়েছে।

অতি স¤প্রতি প্রভিন্সে গ্যাসের দাম মাত্রারিক্ত বেড়ে যাওয়ায় ফোর্ড সরকারের এই উদ্যোগ জনগণকে কিছুটা হলেও স্বস্তি দিবে। তবে ফোর্ড সরকার আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার আশায় নির্বাচনের একেবারে কাছাকাছি সময়ে এমন সব উদ্যোগ গ্রহণ করছে। কিছুদিন আগে যানবাহনের স্টিকারের এক বছরের ফি হিসেবে গ্রহিত ১২০ ডলার সবাইকে ফিরিয়ে দেবার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। নিঃসন্দেহে আগামী নির্বাচনে গাড়ী চালকদের পূর্ণ সমর্থন পেতে চায়ছেন ডগ ফোর্ডের কনজারভেটিভ পার্টি।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর গত মার্চ মাসে প্রভিন্সে গ্যাসের মূল্য লিটার প্রতি প্রায় দুই ডলারে পৌঁছে যায়, যা গাড়ী চালকদের মধ্যে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে সবাই শঙ্কায় আছে, ফেডারেল সরকারের কার্বন ট্যাক্স আরোপের ফলে এপ্রিল থেকে গ্যাসের মূল্য বেড়ে যাবে।

Exit mobile version