Home কানাডা খবর ছুটি কাটাতে পরিবার নিয়ে কোস্টারিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছুটি কাটাতে পরিবার নিয়ে কোস্টারিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : পরিবার নিয়ে দুই সপ্তাহের ছুটি কাটাতে কোস্টারিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০১৯ সালের বড় দিনের ছুটিতে ট্রুডো পরিবার যেখানে গিয়েছিলেন এবারো সেখানে যাচ্ছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর তারা নিজস্ব খরচে এ ছুটি উপভোগ করতে যাচ্ছেন। নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীকে অবশ্যই রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের বিমানে ভ্রমণ করতে হবে- এমনকি ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও।

তথ্য মতে, কোস্টারিকা থেকে শেষ ভ্রমণে প্রধানমন্ত্রীর পরিবারের ফ্লাইটের জন্য সরকারের খরচ হয়েছে প্রায় ৫৭ হাজার ডলার। এ ছাড়াও সান জোসে ফ্লাইট ক্রুদের থাকার জন্য হাজার হাজার ডলার খরচ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে, তারা আসন্ন ছুটির বিষয়ে ফেডারেল এথিক্স কমিশনারের অফিসের সাথে পরামর্শ করেছে।

ট্রুডো ২০১৭ সালে ২০১৬ অবকাশ সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠে। সে সময় তিনি বাহামাসে আগা খানের ব্যক্তিগত দ্বীপে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে, ট্রুডো ভ্রমনে থাকাকালীন নিয়মিত ব্রিফিং পাবেন।

Exit mobile version