Home আন্তর্জাতিক জনপ্রিয় মেয়রের বিরুদ্ধে ২,৩৫২ বছরের দণ্ড, নেপথ্যে দুর্নীতি নাকি রাজনৈতিক প্রতিশোধ

জনপ্রিয় মেয়রের বিরুদ্ধে ২,৩৫২ বছরের দণ্ড, নেপথ্যে দুর্নীতি নাকি রাজনৈতিক প্রতিশোধ

অনলাইন ডেস্ক : তুরস্কে জনপ্রিয় মেয়র ইস্তাম্বুলের একরেম ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই হাজার বছরেরও বেশি কারাদণ্ডের দাবি জানিয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ইমামোগলুকে মোট ১৪২টি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন, যার সাজা হতে পারে ৮২৮ থেকে ২,৩৫২ বছরের কারাদণ্ড। ইমামোগলু মার্চ মাস থেকে ইস্তাম্বুলের মারমারা কারাগারে (প্রাক-বিচারিক) আটক অবস্থায় রয়েছেন। খবর বিবিসির।

তিনি ও তার দল ‘রিপাবলিকান পিপলস পার্টি’ (সিএইচপি) অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের জনপ্রিয়তা কমে যাওয়ায় সরকার রাজনৈতিক প্রতিশোধ নিতে এই মামলাগুলো সাজিয়েছে।

প্রধান প্রসিকিউটর আকগুরলেক দাবি করেছেন, ইমামোগলুর নেতৃত্বে আরও ৪০১ জন একটি বিশাল দুর্নীতি চক্র পরিচালনা করছিল, যা ঘুষ, অর্থপাচার ও সরকারি প্রতিষ্ঠানকে প্রতারণার মাধ্যমে ক্ষতি করেছে প্রায় ১৬০ বিলিয়ন লিরা (প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার)।

৫৪ বছর বয়সী ইমামোগলু, যিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সিএইচপির প্রার্থী হওয়ার সম্ভাব্য মুখ, তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও জাল সনদ তৈরির অভিযোগও আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল হওয়ায় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, ‘এই মামলা আইনি নয়, এটি পুরোপুরি রাজনৈতিক। এর উদ্দেশ্য হলো সিএইচপিকে থামানো এবং প্রেসিডেন্ট প্রার্থীকেও আটকানো।’

২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়া ইমামোগলু ২০২৪ সালের এপ্রিলেও পুনর্নির্বাচিত হন, যেখানে তিনি ক্ষমতাসীন একে পার্টির প্রার্থীকে প্রায় ১০ লাখ ভোটে পরাজিত করেন।

Exit mobile version