Home কানাডা খবর জলবায়ু পরিবর্তনে করণীয় কর্মশালা

জলবায়ু পরিবর্তনে করণীয় কর্মশালা

গত ২৭ শে আগস্ট ২০২২ তারিখে ওয়েস্ট স্কারবোরো কমিউনিটি নেভারহুড সেন্টার ও প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট পরিচালিত গ্রুপ কর্তৃক যৌথভাবে জলবায়ু পরিবর্তনে করণীয় কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার শুরুতে আদিবাসীদের জমির প্রতি শ্রদ্ধা জানিয়ে “ল্যান্ড একনলেজমেন্ট” বক্তব্য পাঠ করেন কমিউনিটির অন্যতম সদস্য আনার দিলারা। উক্ত কর্মশালায় রেসিডেন্ট গ্রæপের লিডার শাহ গোলাম মহিউদ্দিন কি কি কারণে জলবায়ু পরিবর্তন হয়, গ্রীন হাউস গ্যাস কি এবং কিভাবে রান্না ঘরের আবর্জনা থেকে কম্পোস্ট তৈরীর মাধ্যমে জিরো ও নেট জিরো ওয়েস্ট করা যায় তাহা হাতে কলমে বিশদভাবে বর্ণনা করেন।

জলবায়ু পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্মিং, বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-বৃষ্টি, খরা, বন্যা, ওয়াইল্ড ফায়ার সহ প্রাকৃতিক দুর্যোগ, কার্বন ও অন্যান্য বায়বীয় পদার্থ কিভাবে জলবায়ুর জন্য ক্ষতিকারক ভূমিকা রাখে, কিভাবে আবর্জনা সঠিক জায়গায় এবং বিনে ফেলতে হয় তাহা বিস্তারিতভাবে আলোচনা করেন নাদিরা তাবাসসুম, স্বপন শিকদার, শেখ শিবলী নোমানী, সেলিনা খান এবং আফসানা চৌধুরী। বক্তারা জ্বালানি তেলের সাশ্রয়, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন এবং পরিবেশের সার্বিক উন্নয়নের জন্য সচেতনতা ও আগ্রহ বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করেন। তাছাড়া কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন মাইনুল চৌধুরী, রেজাউল করিম, সাব্বির বখতিয়ার, রবিউল ইসলাম, খালেকুজ্জামান, রাহাত জামান, পারুল মালেক, জেরিন আব্বাস সহ ভলান্টিয়ারবৃন্দ। কর্মশালায় ৬০ জনের অধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে আবর্জনা কোথায় ফেলতে হয় এবং কোন বিনে ফেলতে হয় এতদসংক্রান্ত লিফলেট ও ফ্লায়ার বিতরণ করা হয় এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়। অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে কর্মশালার কার্যক্রম সুচারু ভাবে পরিচালনা করা হয় এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

Exit mobile version