অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ১১ থেকে ১৩ জুন যুক্তরাজ্যের কর্নওয়েলে নেবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার দুই নেতা টেলিফোনে কথা বলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা জি-৭ নেতারা সরাসরি মুখোমুখি হব। প্রধানমন্ত্রী ট্রুডো স্বশরীরে সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে ইতিপূর্বে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্মেলনে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করলেও এর জন্য তিনি ব্রিটেন সফর করবেন না কি ভার্চুয়ালি এতে অংশ নেবেন, সে বিষয়ে কিছু বলেন নি। সে সময় তিনি শুধু বলেছিলেন, ১১ থেকে ১৩ জুনের জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার বিষয়ে আমি ‘আশাবাদী’।
শুক্রবারের ফোনালাপের বিষয়ে জানা গেছে যে, প্রধানমন্ত্রী ট্রুডো নিজেই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন। এ সময় তারা জলবায়ু পরিবর্তন বিষয়ক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এছাড়া আসন্ন শীর্ষ সম্মেলনের বিষয়েও তারা কথা বলেন। করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে দুই নেতা একসাথে কাজ করার কথাও জানান।
তবে জি-৭ শীর্ষ সম্মেলনে স্বশরীরে উপস্থিত থাকার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর অফিস থেকে কোন বিবৃতি দেয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর ব্রিটেন ভ্রমণের বিষয়টি চূড়ান্ত হলে সবকিছু জানানো হবে। সূত্র : ন্যাশনাল পোস্ট ও দ্য কানাডিয়ান প্রেস