Home কানাডা খবর টরন্টোর বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের গার্ডেন পরিদর্শন

টরন্টোর বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের গার্ডেন পরিদর্শন

বিগত জুন ২৪, ২০২৩ তারিখে টরন্টস্থ বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রেইরি ড্রাইভ পার্কের এক এবং দুই নম্বর কমিউনিটি গার্ডেন দুইটি পরিদর্শন করে।
উক্ত অনুষ্ঠানটি স্কুল কর্তৃপক্ষ, প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপ এবং গার্ডেন ১ ও ২ এর বাগানিদের সমন্বয়ে পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে আদিবাসীদের ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ল্যান্ড একনলেজমেন্ট’ বক্তব্য পাঠ করেন স্কুল ছাত্রী নূর আফরোজা জারিন। অতঃপর স্কুলের প্রশাসক জান্নাতুল ইসলাম ছাত্র-ছাত্রীদের গার্ডেন পরিদর্শনের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য বিশদভাবে ব্যাখ্যা করেন। অভিজ্ঞ এবং দক্ষ কৃষিবিদ জনাব মোস্তফা কামাল হিমু সন্তানদেরকে বাগানের সাথে সংযুক্ত করা, তাদেরকে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির জন্য বাগানে বীজ বপন, পানি দেওয়াসহ শাক-সবজি উত্তোলনে উৎসাহিত করার জন্য উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানান। রেসিডেন্ট লিডার শাহ মহিউদ্দিন বলেন, ছেলে-মেয়েদের শিখতে হবে শাকসবজি গ্রোসারী স্টোরে উৎপাদিত হয় না বরং বাগান হতে আসে; যা সবুজ, সতেজ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং দূষণমুক্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন SAWRO এর কর্মকর্তা ফারজানা হক এবং প্রবীণ বাগানী শামসুল হক।

টরন্টো মেট্রোপলিটন ইউনিভারসিটির (TMU) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সারাহ এলটন রিসার্চ প্রজেক্ট এর জন্য ইকোসিস্টেম (ecosystem) এবং বায়োডাইভারসিটির (biodiversity) ক্ষেত্রে বাগানের ভ‚মিকা কি তার উপর সর্বজনাব শাহ মহিউদ্দিন, রবিউল ইসলাম, মইনুল চৌধুরী এবং শামসুল হকের সাক্ষাৎকার গ্রহণ করেন।

বিভিন্ন বয়সী শ্রেণী, পেশা এবং কমিউনিটির ৬০ জনের অধিক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত দুপুরের খাবার পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সার্থক ও সাফল্যজনকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Exit mobile version