
অনলাইন ডেস্ক : গত ২৩শে জুলাই টোকিও অলিম্পিক শুরু হবার দু’দিন পর কানাডার জন্য প্রথম স্বর্ণ পদক জয় করলেন লন্ডন অন্টারিও’র সাঁতারু মার্গারেট ম্যাক নেইল। ১০০ মিটার বাটারফ্লাই সাঁতারে তিনি এই পদক জয় করেন। মাত্র ৫৫.৫৯ সেকেন্ডে তিনি এই বিজয় সম্পন্ন করেন। প্রতিযোগিতা শুরুর অর্ধেক সময় পর্যন্ত ম্যাক নেইল সাত নম্বর অবস্থানে ছিলেন, কিন্তু তার পরে খুবই দ্রুততার সাথে তিনি অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। এ প্রতিযোগিতায় চীনের ঝাং ইউফেই দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার এমা ম্যাককেওন তৃতীয় হন। কানাডার পক্ষ থেকে টোকিও অলিম্পিকে ম্যাক নেইলই প্রথম প্রতিযোগী যিনি একাধিক পদক জয় করেন। প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলে মহিলা সাঁতারে কানাডা দলের সাথে তিনি রৌপ্য পদক জয় করেন।
লন্ডন অন্টারিও’র ২১ বছরে বাসিন্দা ম্যাক নেইল ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গোউয়াংজু’তে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে সুইডেনের সারাহ জোএস্ট্রেমকে হারিয়ে তিনি বিশ্ব সাঁতারে সবার দৃষ্টিতে আসেন। ম্যাক নেইল এর পুরো নাম হান্নাহ মার্গারেট ম্যাকনেইর ম্যাক নেইল। তিনি সাধারণত সবার কাছে ম্যাগী ম্যাক নেইল হিসেবে পরিচিত। ২০০০ সালের ২৬শে ফেব্রুয়ারি চীনের জিউজিয়াং প্রদেশে জন্ম নেয়া ম্যাক লেইলকে খুব ছোট বেলায় দত্তক হিসেবে গ্রহণ করেন লন্ডন অন্টারিও’র ডাক্তার দম্পতি সিজান ম্যাকনেইর এবং এডওয়ার্ড ম্যাক নেইল। সেই থেকে তাঁর বেড়ে উঠা এবং প্রথম পর্যায়ে পড়াশুনা কানাডার লন্ডন অন্টারিও’তে। ম্যাক নেইল বর্তমানে আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।