Home আন্তর্জাতিক গাজায় ৪৮ ঘণ্টায় খাদ্যের অভাবে ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

গাজায় ৪৮ ঘণ্টায় খাদ্যের অভাবে ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও সাহায্য না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।

তিনি বলেছেন, আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।

এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন, মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে।

তিনি আশা প্রকাশ করেছেন যে, আজই অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেছেন, আমাদের গাজা উপত্যকায় ব্যাপক মানবিক সহায়তা দেওয়া দরকার। আরও সহায়তা সেখানে নেওয়া যায় কিনা সেটাই হবে জাতিসংঘের সত্যিকার পরীক্ষা।

অন্যদিকে, গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একইসঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেনম এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে।

এখনও হামাসের হাতে ৫৮ জন জিম্মি আছে এবং এদের মধ্যে ২৩ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

Exit mobile version