Home অর্থনীতি পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি

পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে মার্কিন বাজারে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, ‘৩১ জুলাই জারি করা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করবে, তারা কিছুটা শুল্ক ছাড় পাবে। তবে এ সুবিধা পেতে হলে পোশাক তৈরিতে মোট ব্যবহৃত তুলার অন্তত ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে।’

মাহমুদ হাসান খান আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইউএস কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শুল্ক ছাড় বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য তা হবে একটি বড় সুযোগ। এতে রপ্তানি খরচ কমবে এবং উৎপাদন খাত আরও প্রতিযোগিতামূলক হবে।’

বর্তমানে আফ্রিকার কয়েকটি দেশ, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বাংলাদেশ।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশই তুলাভিত্তিক। তাই মার্কিন তুলা ব্যবহার করে রপ্তানির সুযোগ কাজে লাগাতে পারলে রপ্তানিতে নতুন গতি আসবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এখনই আত্মতুষ্টির সুযোগ নেই। নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি দেশের বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এসব চুক্তি কার্যকর হলে তারা আরও বেশি শুল্ক ছাড় পেতে পারে। তাই বাংলাদেশকেও আলোচনা চালিয়ে যেতে হবে, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ি।’

Exit mobile version