Home খেলাধুলা পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে বর্তমান সময়ে অন্যতম সেরা ফুটবল তারকা হলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বাবার পথেই হাঁটছে রোনালদোর ছেলে। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলে। তার আগেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ফুটবল জুনিয়র রোনালদো।

চলতি মাসের ১৩ থেকে ১৫মে ক্রোয়েশিয়ায় হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ জোয়াও সান্তোস। সেই দলে জায়গা করে নিলেন ১৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

রোনালদো যখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন, তখন ক্লাবটির বয়স ভিত্তিক দলের হয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তার পারফরম্যান্স দেখে কোচ সান্তোসের মন কাড়ে। তাই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকও পেয়ে গেলেন তিনি।

উল্লেখ্য, টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ খেলবে পর্তুগালেড় জুনিয়র দল। এই দলে সুযোগ পেয়ে ক্রিস্টিয়ানো জুনিয়র কেমন খেলেন সেটাই এখন দেখার পালা।

Exit mobile version