Home খেলাধুলা টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অবিশ্বাস্য নাটকীয়তায় ব্রাজিলকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার (২৪ নভেম্বর) রাতে ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জয় পায় পর্তুগিজ তরুণরা।

ম্যাচের শুরু থেকেই দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ব্রাজিলের গতি আর ব্যক্তিগত নৈপুণ্য বেশ কয়েকবার পর্তুগালের বক্সে হুমকি তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে গোল করতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঝমাঠে দাপুটে উপস্থিতি দেখালেও ব্রাজিলের রক্ষণ দেয়াল ভাঙতে ব্যর্থ হয়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই ছবি। আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু গোলের দেখা নেই। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম পাঁচ শটে দু’দলই ছিল নিখুঁত। এরপর খেলা গড়ায় সাডেন ডেথে। পর্তুগালের হয়ে হোসে নেতো সফল শট নিলে ব্রাজিলের তরুণ আঞ্জেলো চাপ সামলাতে ব্যর্থ হন। তার শটটি বার ছোঁয়া অবস্থায় ওপরে দিয়ে উঠে গেলে পর্তুগালের উৎসব শুরু হয়।

৬–৫ ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালে উঠে পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, যারা প্রথম সেমিফাইনালে ২–০ গোলের ব্যবধানে ইতালিকে হারিয়েছিল। শিরোপা লড়াই হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। একই দিন তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।

Exit mobile version