স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে রেকর্ড গড়া আর ভাঙার খেলায় এখন মূল আকর্ষণে হালের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া বেশ কিছু অনবদ্য রেকর্ড এবার এই দুই তরুণের দাপটে হাতছাড়া হওয়ার পথে। চলতি বছরের শেষ কয়েকটি ম্যাচেই নির্ধারিত হতে পারে সিআর সেভেনের রেকর্ড অক্ষুণ্ণ থাকবে নাকি নতুন ইতিহাস লিখবেন এমবাপ্পে-হালান্ড।
২০১২ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক বর্ষপঞ্জিতে (ক্যালেন্ডার ইয়ার) অবিশ্বাস্য ৫৮টি গোল করেছিলেন রোনালদো। বর্তমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যাও এখন ঠিক ৫৮। অর্থাৎ, ২০১৩ সালে রোনালদোর গড়া এক বছরে ৫৯ গোলের মাইলফলক ছুঁতে এমবাপ্পের প্রয়োজন মাত্র এক গোল।
আগামী শনিবার (২০ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। শৈশবের আদর্শ রোনালদোর রেকর্ড এমবাপ্পে ভাঙতে পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগের গোলসংখ্যার হিসেবে রোনালদোকে টপকে যাওয়ার দ্বারপ্রান্তে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে রোনালদোর গোলসংখ্যা ছিল ১০৩। তাকে ছাড়িয়ে যেতে হালান্ডের প্রয়োজন আর মাত্র দুটি গোল। ইতোমধ্যে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ৫০ ও ১০০ গোলের কীর্তি গড়েছেন এই স্ট্রাইকার।
চলতি বছরে সিটির হাতে আরও দুটি ম্যাচ রয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) ওয়েস্ট হ্যাম এবং ২৭ ডিসেম্বর নটিংহাম ফরেস্টের বিপক্ষে। ফলে বছরের শেষেই রোনালদোকে পেছনে ফেলার বড় সুযোগ রয়েছে হালান্ডের সামনে।
