Home কানাডা খবর পার্কে আশ্রয় নেয়া গৃহহীনদের উচ্ছেদের নোটিশ

পার্কে আশ্রয় নেয়া গৃহহীনদের উচ্ছেদের নোটিশ

অনলাইন ডেস্ক : ভ্যাঙ্কুভারে পার্কে আশ্রয় নেয়া গৃহহীনদের চলতি মাসের মধ্যে অনত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রদেশের পার্ক বোর্ডের জেনারেল ম্যানেজার ডনি রোসা স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্কে থাকা সব তাবু সরিয়ে ফেলতে হবে।

ডনি রোসা বলেন, পার্কগুলো সাধারণ মানুষ যাতে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে সে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। অনেকে অভিযোগ করেছেন পার্কে তাবু গেড়ে বসা এসব গৃহহীনদের ভেতর কিছু দুষ্কৃতকারী ঢুকে পড়েছে। তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তাছাড়া শিশু ও বয়স্করা এসব গৃহহীনদের অত্যাচারে পার্কে স্বাভাবিক ভাবে চলাফেরা ও খেলাধুলা করতে পারে না। তিনি বলেন, আমরা চাই শিশুরা পার্কে নির্বিঘ্নে খেলা করবে, বয়স্করা নিরাপদে চলাফেরা করবে।

তবে সমালোচকেরা বলছেন, এসব গৃহহীন শহরে ছড়িয়ে পড়লে সমস্যা আরো বাড়বে। তাই তাদের সঠিক পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করা উচিত। ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) সরকার অবশ্য ঘোষনা দিয়েছে তারা গৃহহীনদের জন্য ৩টি হোটেল নির্মাণ করবে। সে সব হোটেলে ২৫০টি পরিবারকে আশ্রয় দেয়া যাবে। দ্য কানাডিয়ান প্রেস

Exit mobile version