Home আন্তর্জাতিক মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৪২

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৪২

অনলাইন ডেস্ক : মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

বড়দিনের আগের দিন ভেরাক্রুজের জোন্তেকোমাতলান শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাচ্ছিল। জোন্তেকোমাতলানের মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘এই পর্যন্ত আমরা নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’

পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের একটি তালিকা এবং যেসব হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে, সেগুলোর নামও প্রকাশ করেছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নিয়মিত চিত্র। অতিরিক্ত গতি এবং যান্ত্রিক ত্রুটির কারণে দেশটির মহাসড়কগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

এর আগে গত মে মাসে মেক্সিকো মধ্যাঞ্চলে কয়েকটি বাস এবং ট্রাকের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে কামপেচে প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানি হয়।

Exit mobile version