Home আন্তর্জাতিক ফ্যাশন জগতে অভিষেকেই কমলা হ্যারিসের সৎমেয়ের বাজিমাত

ফ্যাশন জগতে অভিষেকেই কমলা হ্যারিসের সৎমেয়ের বাজিমাত

অনলাইন ডেস্ক : র‌্যাম্পে পা রাখলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সৎমেয়ে এলা এমহফ। আমেরিকান ব্র্যান্ড প্রোনজা শোলারের হয়ে নিউইয়র্ক ফ্যাশন উইকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার ফ্যাশন জগতে অভিষেক হয়।

এর মধ্য দিয়ে মডেলিং জগতে পা রাখার শুরুতেই তিনি বাজিমাত করেন। জানা গেছে, এলার পড়াশোনা ফ্যাশন নিয়ে। ডিজাইনার হতে চেয়েছেন ছোটবেলা থেকেই। নিজের একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ভীষণভাবে নজর কাড়েন এলা। সেদিন তার পরনে ছিল বিশেষভাবে অলংকৃত মিউ মিউ কোট, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়, এই তরুণী পরিণত হন তারকায়।

Exit mobile version