Home আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া মাতাচ্ছেন কমলা হ্যারিসের সৎ মেয়ে

ফ্যাশন দুনিয়া মাতাচ্ছেন কমলা হ্যারিসের সৎ মেয়ে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সৎ-মেয়ে এলা এমহফ প্যারিসের ফ্যাশন সপ্তাহে বিখ্যাত ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার হয়ে র‌্যাম্পের হেঁটে শিরোনামে এসেছেন।ব্যালেন্সিয়াগার বসন্ত আর শীতকালীন পোশাকে র‌্যাম্পে হাজির হন এলা। তার পরনে ছিল ঢিলেঢালা কালো স্যুট আর শাল।
২২ বছর বয়সী এলা কমলা হ্যারিসের স্বামী ডফ এমহফের আগের স্ত্রীর সন্তান।

এর আগে যুক্তরাষ্ট্রের নামকরা ব্র্যান্ড প্রোয়েনজা শৌলারের হয়ে ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন এলা। সে সময় কালো ব্লেজারের সঙ্গে ব্যাগি প্যান্টে নজর কেড়েছিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের দিন থেকেই এলার সাজগোজের দিকে নজর ছিল গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের। শপথ অনুষ্ঠানে নিজের ডিজাইনের পোশাক পরেছিলেন এলা। সেই দিনই বড় বড় ফ্যাশন সংস্থার নজরে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের এক সংবাদ সংস্থা সে সময় জানিয়েছিল, হোয়াইট হাউজের সঙ্গে যুক্ত মানুষদের ফ্যাশনেও যে বদল আসছে, তারই ইঙ্গিত দিচ্ছে এলার সাজ। এর কিছু দিনের মধ্যেই ফ্যাশন দুনিয়ায় পা রাখেন এলা।

Exit mobile version