Home কানাডা খবর বিমান দুর্ঘটনায় ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কানাডার আইনজীবী নিয়োগ

বিমান দুর্ঘটনায় ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কানাডার আইনজীবী নিয়োগ

অনলাইন ডেস্ক : ২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টার্নেশনাল এয়ার লাইনসের পিএস ৭৫২ ফ্লাইটটি। পরে জানা যায় ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপন যোগ্য মিসাইলের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। ইরানের সামরিক বাহিনী ভুলবশত শত্রæ বিমান ভেবে এতে আঘাত করে। ওই ঘটনায় বিমানে থাকা কানাডার ৫৫ জন নাগরিকসহ ১৭৬ জন যাত্রী নিহত হন। পরে নিহতদের পক্ষে ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক আদালতে ইরানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ পক্ষে লড়াই করার জন্য প্রবীণ আইনজীবী পেইয়াম আখবানকে নিয়োগ দিয়েছে ফেডারেল সরকার। গত শুক্রবার এক সরকারী বার্তায় বলা হয় মেসাই কলেজের সিনিয়র রিসার্চার ও ইউনিভার্সিটি অব টরন্টোর ভিজিটিং প্রফেসর পেইয়ামআখবান ওই ক্ষতিপূরণ মামলার সব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। তিনি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আইনজীবী দলের প্রধান হিসেবে ইরানের সাথে আলোচনা, ক্ষতিপূরণ আদায় ও অন্য সব বিষয়ে সহায়তা করবেন।

প্রবীণ এই আইনজীবী সাবেক যুগ্লোভিয়ার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে সিনিয়র উপদেষ্টা ছাড়াও বসনিয়া, কম্বোডিয়া গুয়েতেমালা ও রয়িান্ডায় জাতিসংঘের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তাঁর নিয়োগের প্রতি সমর্থন জানিয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা বিষয়ক মন্ত্রী মার্ক গার্নে বলেন, প্রফেসর আখবানের নিয়োগকে আমি স্বাগত জানাচ্ছি। কানাডা সরকার ওই বিমান দুর্ঘটনার বিষয়ে স্বচ্ছতা জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আশা করি তিনি তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা করতে পারবেন। এবং ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন।

Exit mobile version