অনলাইন ডেস্ক : সাসকাচুয়ানে কার্যত বসন্ত এসেছে এক মাসেরও বেশি সময় আগে। কিন্তু রেজিনায় শেরউড গ্রিণহাউস অ্যান্ড ল্যান্ডস্কেপ লিমিটেডের মালিক ও পরিচালক ফিলিপ রিসপেনসের কাছে মনে হচ্ছে, তিনি এখনো বসন্তের আগমনের অপেক্ষায় আছেন।
সাধারণত এই সময়ে তার কর্মচারীরা শীতের শেষে প্রতিষ্ঠান সাজানের পরিকল্পনা শুরু করেন, সামনের লনে বাগান তৈরির লক্ষ্যে চারা লাগানো ও বীজ বপন শেষ করেন। কিন্তু এবার এখনো মাটিতে বরফ জমে আছে। ফলে সব কিছু থমকে আছে। ফিলিপ বলেন, সাধারণত এপ্রিলের শেষে আমরা যে প্রস্তুতি শুরু করি, এবার তা করা যাচ্ছে না। বেশির ভাগ লোকই এখনো তাদের লনের মাটি দেখতে পাচ্ছে না। কেননা সেগুলো এখনো বরফাচ্ছাদিত আছে।
হিমায়িত মাটি আর বরফের স্তুপ ছাড়াও ক্রমাগত ঠান্ডা তাপমাত্রা ফিলিপদের মতো ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করছে।
অন্যান্য বছর এই সময়ে রেজিনাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকত ১২.৯ ডিগ্রি সেন্টিগেড এবং রাতে সর্বনিম্ন -০.৬ ডিগ্রি। কিন্তু এবার তা এখনো গড়ে ৪ ডিগ্রি ও -৫.১ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। অর্থাৎ দিনে সর্বোচ্চ ৪ ডিগ্রি ও রাতে সর্বনিম্ন -৫.১ ডিগ্রিতে নেমে আসছে। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার (ইসিসিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপ রিসপেনস বলেন, সূর্যের তাপের প্রখরতা না থাকায় আমরা এখনো দিনের বেলায় হিটার চালু রাখি। এটি আমাদের খরচ বাড়ায়। এই বিলম্বিত বসন্ত বিদ্যুৎ ব্যবসায়ীদের জন্য লাভজনক হলেও আমাদের জন্য চ্যালেঞ্জিং।
ফিলিপ উদ্বিগ্ন যে, দীর্ঘ মেয়াদে যদি আবহাওয়ার বৈরিভাব থাকে তাহলে তাকে খরচ পোষাতে তার পণ্যের দাম বাড়াতে হবে। ইসিসিসি বলছে বর্তমান পরিস্থিতি ফিলিপের মতো লোকদের অনুক‚লে নাও হতে পারে।
অন্যদিকে ফিলিপের গ্রিণহাউস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে গ্রে এলাকায় টড লুইসের ক্যানোলা উৎপাদনকারি প্রতিষ্ঠান। তারা ৫ প্রজন্ম ধরে এই ব্যবসায় জড়িত। টড প্রতিদিন একাধিকবার আবহাওয়া পরীক্ষা করে, আর আশা করে আবহাওয়ার এই ঠান্ডাভাব আরও কিছু দিন থাকবে। তিনি আবহাওয়ার উষ্ণতা নিয়ে অতটা উদ্বিগ্ন নন। কেননা বিলম্বিত বসন্তই তার ব্যবসার জন্য মঙ্গলজনক। সূত্র : সিবিসি