অনলাইন ডেস্ক : আড়ম্বরপূর্ণ পরিবেশে অন্টারিওর স্কারবরোতে শুভ উদ্বোধন হয়ে গেলো ভাসাভিস নাহিদস কালেকশনের ২য় শাখার। শাখাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা।
বাঙালিয়ানার সাথে আধুনিকতবের মিশেলে ভাসাভিস নাহিদস কালেকশন পোশাক ও ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা। এই ওয়ানস্টপ শপ এ থাকছে তাদের নিজস্ব ডিজাইন বা কাস্টমাইজ করা এক্সক্লুসিভ শাড়ি থেকে শুরু করে লেডিস, জেন্টস, কিডস আইটেম এবং ব্রাইডাল জুয়েলারিসহ ওয়েডিং এর সব পণ্য। অর্থাত প্রবাসী বাঙালিরা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তাদের পছন্দের পোশাক অথবা জুয়েলারিসহ আরো অনেক আইটেম। ভাসাভিস নাহিদস কালেকশন এর নতুন ঠিকানাঃ 101, Lebovic Ave, unit 6, Scarborough,On M1L 4V9. গ্রান্ড ওপেনিং উপলক্ষ্যে ভাসাভিস এ থাকছে বিশেষ গিফট কার্ড অফার। $200 শপিং এ থাকছে $50 ভিএনসি গিফট কার্ড এবং $500 শপিং এ থাকছে $150 ভিএনসি গিফট কার্ড। এ ছাড়া ৩৪৫৬ ডানফোর্থ এভিনিউতে অবস্থিত ভাসাভিস এর আগের শাখাটিও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোলা থাকছে চাঁদ রাত পর্যন্ত, প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা ১২টা থেকে রাত ৭.৩০ পর্যন্ত। ঈদ উপলক্ষ্যে এখানেও থাকছে যত বেশি কেনাকাটা তত বেশি গিফট কার্ড এর আকর্ষণীয় অফার।
“ভাসাভিস নাহিদস কালেকশন” এর স্বত্বাধিকারী নাহিদ আক্তার বলেন, “ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এক চাঁদের নিচে ঈদের সব শপিং করতে “ভাসাভিস নাহিদস কালেকশন” এ সম্মানিত ক্রেতাদের স্বাগতম।”