Home আন্তর্জাতিক ভিসানীতি কঠোর করল নিউজিল্যান্ড

ভিসানীতি কঠোর করল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভিসানীতি কঠোর করেছে নিউজিল্যান্ড। এখন থেকে কেউ দেশটিতে গিয়ে কাজ করতে চাইলে তার ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। তা না হলে ওয়ার্ক ভিসা দেওয়া হবে না। আবার এই ভিসার মেয়াদ পাঁচ থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

কম দক্ষতাসম্পন্ন অভিবাসীদের ঢল ঠেকাতে গত রবিবার এ ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। এ ব্যাপারে দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘দক্ষ ও কাজে আগ্রহী বিদেশি কর্মীদের বেশি টানতে চায় সরকার। এ তালিকায় থাকতে পারেন শিক্ষক। এই খাতে জনবল কম।

সূত্র : বিবিসি

Exit mobile version