Home কানাডা খবর মিসিসাগায় সহকর্মী কাউন্সিলরের গাড়ির ক্ষতি করার বিষয়টি তদন্তের দাবি

মিসিসাগায় সহকর্মী কাউন্সিলরের গাড়ির ক্ষতি করার বিষয়টি তদন্তের দাবি

অনলাইন ডেস্ক : টরন্টোর মিসিসাগায় এক কাউন্সিলরের গাড়ি অপর কাউন্সিলর কর্তৃক বারবার ক্ষতিগ্রস্ত করার বিষয়টি সততা কমিশনারকে তদন্ত করার দাবি উঠেছে। এ বিষয়ে জোড়ালো পদক্ষেপ না নেয়ায় সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন মিসিসাগার মেয়র বনি ক্রম্বি। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, সহকর্মীর গাড়ি ভাংচুরের অভিযোগের তদন্ত করার বিষয়ে আমার আরো কঠোর হওয়া উচিত ছিল। সততা কমিশনারকে (ইন্টিগ্রিটি কমিশনার) আরো বেশি সহায়তা না দিয়ে আমি ভুল করেছি। এজন্য আমি ক্ষতিগ্রস্ত কাউন্সিলয়ের কাছে ক্ষমা প্রার্থী।

মেয়র ক্রম্বি বলেন, ‘রাজনীতির মাঠে একজন মহিলা হিসেবে আমি নিজেও অনেক সময় হয়রানির শিকার হয়েছি। আমি জানি এসব হয়রানী কতটা মর্মপিড়াদায়ক। তাই কাউন্সিলের প্রধান হিসেবে আমার বন্ধু ও সহকর্মীকে রক্ষার জন্য আমার সবকিছু করা উচিত ছিল। মিসিসাগা সিটির মহিলা কাউন্সিলর কারেন রাস গত মাসে পদত্যাগ করেছেন। মেয়রের কাছে দেয়া পদত্যাগ পত্রে তিনি আরো অভিযোগ করেন, গত ২ বছরে কাউন্সিল অফিসের সামনে নির্ধারিত স্থানে পার্ক করে রাখা তার কিয়া এসইউভি গাড়িটি কমপক্ষে ৮ বার ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রতিবারই তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু অপরাধীকে শনাক্ত করা বা শাস্তি দেয়া হয়নি। তাই তিনি আর কাউন্সিলরের দায়িত্ব পালন করতে চান না। গাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করার জন্য তিনি নির্দিষ্ট কারো নাম না বললেও পুলিশ প্রাথমিক তদন্তে অপর কাউন্সিলর রন স্টার এ ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রন স্টার।

গত সপ্তাহে মিসিসাগা কাউন্সিলের এক রুদ্ধদ্বার বৈঠকে বিষয়টি তদন্তের জন্য শহরের সততা কমিশনার রবার্ট সোয়েজকে নিয়োগের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাস হয়। সততা কমিশন কাউন্সিলর রন স্টার কোন ‘হয়রানিমূলক আচরণের’ সাথে জড়িত কিনা তাও তদন্ত করবে। তদন্ত চলাকালে তিনি যাতে কোন প্রভাব বিস্তার বা বাধা সৃষ্টি না করতে পারেন এ জন্য তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটি নিতে বলা হয়েছে। মেয়র ক্রম্বি বলেন, কাউকে পদত্যাগ বা ছুটি দিতে বাধ্য করার ক্ষমতা কাউন্সিলের নেই। এ বিষয়ে নৈতিক প্ররোচনাই আমাদের একমাত্র উপায়। একটি সূত্র জানিয়েছে, ২০২১ সালের এপ্রিলে রাসের কিয়া এসইউভির সামনের দিকে একটি ধাতব চাবি দিয়ে রন স্টারকে স্ক্র্যাচ করতে দেখেছে নিরাপত্তা কর্মীরা। বিষয়টি তাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। তবে কেন তিনি সহকর্মীর গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন তা স্পষ্ট নয়। সিবিসি নিউজের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সূত্র : সিবিসি

Exit mobile version