Home কানাডা খবর মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের বিশাল জমজমাট ইফতার পার্টি দোয়া

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের বিশাল জমজমাট ইফতার পার্টি দোয়া

অনলাইন ডেস্ক : গত ১৪ এপ্রিল ২০২২ পহেলা বৈশাখ বৃহস্পতিবার ১৩ই রমজান টরন্টোস্থ ১ স্ট্যামফোর্ড ইসলামিক রিসার্স সেন্টার মসজিদ আল আবদিনে আয়োজন করা হয় বিশাল জমজমাট ইফতার পার্টি ও দোয়া মাহফিল। পবিত্র মাহে রমজান মাসে এই মহতি অনুষ্ঠানে তিন শতাধিকেরও বেশি পুরুষ ও মহিলা রোজাদার অংশগ্রহণ করেন। করোনা চলাকালীন অবস্থায় এটাই ছিল এবার সবচেয়ে বড় ইফতার পার্টি বিক্রমপুরবাসীর শহরে।

ইফতার আগ মুহূর্তে রোজা, নামাজ ও যাকাত নিয়ে ওয়াজ করেন ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ মাওলানা মুফতি আসলাম উদ্দিন আজহারি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারুক খান। সমাগত রোজাদার অতিথিদের সাদর আমন্ত্রণের আগমণে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আল আবদিন মসজিদ নিজেকে ক্রয় করার লক্ষ্যে কমিটির সবার সহযোগিতা চান। এই মুহূর্তে আর্থিক অনুদান প্রয়োজন। মহিলাদের সাথে ইফতার করেন অন্টারিও এমপিপি ডলি বেগম।

ইফতার আয়োজনে যারা ছিলেন : মিজানুর রহমান বাদল, তাজুল ইসলাম, ডা: মহাবুব, আশরাফ হোসেন, গোলাম রনি, আক্তার হোসেন, জাকির হোসেন, মিজানুর রহমান, আসিবুর রহমান আশিক, মাহবুব শ্যামল, জয়নাল আবদিন, মো: মিজান, মো: ইব্রাহিম ও মসজিদ কমিটির অনেকে। বিশেষ আকর্ষণ ছিল বিক্রমপুরের মুড়িমাখা ও শাহী জিলাপি।

Exit mobile version