Home কানাডা খবর মেলিসা ও পেটন দম্পতির তাঁবুতে বসবাসের অবসান

মেলিসা ও পেটন দম্পতির তাঁবুতে বসবাসের অবসান

অনলাইন ডেস্ক : ১০ মাস তাবুতে বসবাসের পর নিউ ব্রান্সউইকের আদিবাসী দম্পতি মেলিসা ও পেটন আমস্টং অবশেষে গত শুক্রবার নিজের ছোট বাসায় ওঠেছেন। গৃহহীন এই দম্পতি গত ১০ মাস ধরে ফ্রেডেরিকটনের উত্তর দিকে একটি জঙ্গলের পাশে তাবুতে থাকতেন। সেখানে না ছিল গোসল এবং টয়লেটের ব্যবস্থা না ছিল নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ। দিন-রাত সব সময়ই আতঙ্কের মধ্যে কাটাতে হতো। আর তীব্র শীতের কষ্টতো ছিলই। এছাড়া তাদের কর্মস্থল থেকে ওই স্থানটি ছিল বেশ দূরে। ফলে যাতায়াতেরও সমস্যা হতো। অবশেষে তারা টু নেশন্স ক্রসিংয়ে ‘টুয়েলড নেইবার কমিউনিটি’ নির্মিত আবাসন প্রকল্পে একটি বাসা বরাদ্দ পান। এটির ভাড়াও তাদের আয়ত্বের মধ্যে হওয়ায় এখন তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন।

মেলিসা আমস্ট্রং বলেন, ‘এটি সত্যিই আমাদের জীবনে এক নতুন সূচনা। আর এই ধরনের একটি নতুন শুরুর খুবই প্রয়োজন ছিল’। নতুন বাসাটি ছোট হলেও এতে দরকারি সব সুযোগ সুবিধাই রয়েছে। বিদ্যু সংযোগ ও পানির মোটর থাকায় এখন তাদের যেমন আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না তেমনি বিশুদ্ধ পানি পেতেও সমস্যা হবে না। বাসাটির সাথে ইন্ডাকশন স্টোভ, মাইক্রোওয়েভ ওভেন ও ফ্রিজসহ একটি রান্নাঘর রয়েছে। আরও রয়েছে সিঙ্ক, টয়লেট কমোড ও স্ট্যান্ড আপ শাওয়ারসহ একটি বাথরুম।

পেটন আর্মস্ট্রং বলেন, এখন আর আমাদেরকে গোসল ও টয়লেটের জন্য প্রতিদিন কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে লাইন ধরতে হবে না।

‘টুয়েলভ নেইবার কমিউনিটি’ আবাসন প্রকল্পের উদ্যোক্তা মার্সেল লেবরান বলেন, ফ্রেডেরিকটনের গৃহহীনদের সমস্যা সমাধানে গত বছর তিনি এই প্রকল্পটি সিটি কাউন্সিলে জমা দিয়েছিলেন। কাউন্সিল দ্রæতই এটির অনুমোদন দেয়। প্রথম ধাপে ২৪ হেক্টর জমিতে ৯৬ টি ছোট বাড়ি নির্মাণ করে গৃহহীনদের কাছে খুবই কম টাকায় ভাড়া দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য-সবার জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা করা। সূত্র : সিবিসি

Exit mobile version