Home আন্তর্জাতিক যুক্তরাজ্যের নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ

যুক্তরাজ্যের নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। রোববার (১৫ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি, যা গুরুতর ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দিন আগেই ব্রিটিশ নাগরিকদের শুধু অত্যাবশ্যক ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েল যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এদিকে দু’দেশের মধ্যে চলমান সংঘাতের কারণে গত তিন দিন ধরে ইসরায়েলে বিমান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দখলদার দেশটির আকাশসীমা।

ইরান-ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। একইসঙ্গে ইরানও দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল ভূখণ্ডে।

আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

Exit mobile version