অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন শহরের জননিরাপত্তা কর্মকর্তা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ঘটনাটি এমন সময় ঘটল যখন বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলছিল। ব্রাউন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে এই ঘটনাটিকে ‘অ্যাক্টিভ শুটার’ পরিস্থিতি বলে বর্ণনা করে জরুরি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রভিডেন্স শহরের জননিরাপত্তার প্রধান তথ্য কর্মকর্তা ক্রিস্টি ডসরেইস নিশ্চিত করেছেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করেননি।
শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুলবশত জানিয়েছিল যে, একজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তারা দ্রুত সেটি প্রত্যাহার করে জানায়, পুলিশ এখনো সন্দেহভাজন বা সন্দেহভাজনদের সন্ধানে রয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম প্রাথমিকভাবে ২০ জন আহতের খবর জানালেও সরকারিভাবে এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে একটি আইন প্রয়োগকারী সংস্থা সংবাদমাধ্যমকে জানায়, এই ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনের কাছাকাছি ঘটে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল স্কুল ও পদার্থবিদ্যা বিভাগ অবস্থিত।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং এফবিআই তদন্তে সহায়তা করছে। কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং যারা ক্যাম্পাসে আছেন তাদের নিরাপদ স্থানে থাকার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে।
প্রভিডেন্স সিটি কাউন্সিলম্যান জন গনসালভেস এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আমরা এখনো কী ঘটছে সে সম্পর্কে তথ্য পাচ্ছি। আমরা শুধু মানুষকে সতর্ক থাকার কথা বলছি।
