Home বিনোদন রেট্রো লুকে আলিয়া, নতুন অবতারে রণবীর

রেট্রো লুকে আলিয়া, নতুন অবতারে রণবীর

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বনশালির আসন্ন সিনেমা ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আগে থেকেই উঁচুতে। এই সিনেমায় আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল ত্রয়ীকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা।

সেই অপেক্ষার মাঝে শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আলিয়ার ‘রেট্রো লুক’ আর রণবীরের ‘নতুন অবতার’ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।

ছবিতে আলিয়ার সাজপোশাকে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া ফুটে উঠেছে। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি।

এক অনুরাগী মন্তব্য করেছেন, “দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।” অন্য একজন লিখেছেন, “বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।”

রণবীর কাপুর এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বনশালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির।

Exit mobile version