Home বিনোদন সঞ্জয় কাপুরের উইল নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, নতুন সিদ্ধান্ত নিলেন কারিশমা

সঞ্জয় কাপুরের উইল নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, নতুন সিদ্ধান্ত নিলেন কারিশমা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী করিশমা কাপুর আবারো শিরোনামে, এবার তার ব্যক্তিগত জীবনের বড় একটি সিদ্ধান্তকে ঘিরে। অভিনেত্রির প্রয়াত সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান আইনি দ্বন্দ্বের মধ্যেই তিনি তার বিলাসবহুল বান্দ্রা ওয়েস্টের ফ্ল্যাটের লিজ নবায়ন করেছেন। স্কোয়ার ইয়ার্ডস-এর দেখা নথি অনুযায়ী, করিশ্মা হিল রোডের গ্র্যান্ড বে কনডোমিনিয়ামে অবস্থিত তার ২,২০০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের জন্য নতুন এক বছরের লিজ সই করেছেন, যার মোট মূল্য ৬৬.১২ লাখ রুপি।

এই প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি কার পার্কিং স্পেস। লিজটি নিবন্ধিত হয়েছে গত ১৪ নভেম্বরে, যেখানে স্ট্যাম্প ডিউটি ছিল ১৭,১০০ রুপি এবং রেজিস্ট্রেশন চার্জ ১ হাজার রুপি। চুক্তিতে ২০ লাখ রুপি নিরাপত্তা জামানত রাখা হয়েছে। পুরো এক বছরের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫.৫১ লাখ রুপি, যা মিলিয়ে মোট ৬৬.১২ লাখ রুপিতে দাঁড়ায়। আগের মতোই ফ্ল্যাটটি ভাড়া থাকবে কংসবার্গ মেরিটাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর কাছে। এর আগের (২০২৩ সালের) চুক্তিতে প্রথম বছরের ভাড়া ছিল ৫ লাখ এবং দ্বিতীয় বছরে ৫.২৫ লাখ, দুই বছরে মোট ভাড়া দাঁড়িয়েছিল ১.২৩ কোটি টাকা।

সাম্প্রতি শুনানিতে করিশমার আইনজীবী দাবি করেন, সঞ্জয়-কারিশমার মেয়ে সামাইরার বিশ্ববিদ্যালয়ের ফি এস্টেট ম্যানেজাররা পরিশোধ করেননি। কিন্তু আদালতে প্রিয়া সাচদেভ কাপুর তার বিপরীতে ফি জমার রসিদ পেশ করেন। এতে দেখা যায় প্রতি সেমিস্টারে ৯৫ লাখ রুপি পরিশোধ করা হয়েছে, এবং পরবর্তী কিস্তি ডিসেম্বরেই দেয়ার কথা

সবচেয়ে বড় ইস্যু এখনো সঞ্জয় কাপুরের উইল। করিশমার সন্তানরা অভিযোগ তুলেছে, তাদের সৎমা প্রিয়া উইল জালিয়াতি বা পরিবর্তন করে তাদের উত্তরাধিকার থেকে বাদ দিয়েছেন। তবে প্রিয়ার আইনজীবী, রাজীব নায়ার এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে আদালতে যুক্তি দেন একজন স্বামীর সব সম্পত্তি স্ত্রীকে দিয়ে যাওয়া স্বাভাবিক এবং তাদের পরিবারেও এ ধরনের নজির আছে।

প্রসঙ্গত, ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর চলচতি বছরের জুনের মাঝামাঝি মারা মারা গেছেন। যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩। পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা

 

Exit mobile version