Home আন্তর্জাতিক লেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের হামলা চালাল ইসরায়েল

লেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফের হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়েছে। শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একাধিক গোলা বর্ষণ করে। এতে বসতবাড়ি, সরকারি যানবাহন এবং একটি কারখানা ধ্বংস হয়। নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত তিনজন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের দিকে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়েহ প্রদেশের আইতা আল-শাব শহরে একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানায় ইসরায়েলি গোলাবর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও এ হামলা সরাসরি হিজবুল্লাহকে লক্ষ্য করে ছিল না, তবুও এতে বেসামরিক মানুষের ওপর আঘাত এসেছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল। ওই সময় তারা দাবি করে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর অধিকাংশ ঘাঁটি দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত করা হয়। এরপর থেকেই ওই অঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে।

২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়, ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং নতুন কোনো সামরিক অভিযান চালাবে না। কিন্তু চুক্তি স্বাক্ষরের আট মাস পেরিয়ে গেলেও ইসরায়েল সেনা সরায়নি; বরং নতুন করে হামলা চালিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি নভেম্বরের মধ্যে অস্ত্র সমর্পণ না করে, তাহলে ডিসেম্বর থেকে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করবে আইডিএফ। এই বক্তব্য লেবাননে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই অস্ত্র ফেলে দেবে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “জাতীয় মর্যাদা ও আত্মরক্ষার প্রশ্নে আমরা আপসহীন। আমাদের অস্ত্র আমাদের রক্ষার হাতিয়ার।”

এ অবস্থায় লেবাননের জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। মানুষ আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় রয়েছে। অনেকেই বলছেন, চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করে ইসরায়েল শুধু লেবাননের সার্বভৌমত্বকেই আঘাত করছে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।

Exit mobile version