Home বিনোদন শুধু সঞ্চালনা নয়, বিগ বসে নিজেই গেম খেলবেন সালমান!

শুধু সঞ্চালনা নয়, বিগ বসে নিজেই গেম খেলবেন সালমান!

অনলাইন ডেস্ক : হিন্দি টেলিভিশনে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র নতুন সিজন নিয়ে হাজির হতে যাচ্ছেন সালমান খান। এবার একেবারে পাল্টে যাচ্ছে বিগ বসের নিয়ম কানুন। ১৬তম আসরের প্রোমো শেয়ার করে এই শোয়ের সঞ্চালক স্পষ্ট জানিয়ে দিলেন এবারের বিগ বস আরো প্রানবন্ত হতে যাচ্ছে! চমক হিসেবে ‘ভাইজান’ এবার নতুন রূপে ধরা দেবেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বস সিজন ১৬’ এর একটি প্রোমো শেয়ার করেছে কার্লাস। যেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে বিগ বসের ঘরের অন্দরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রোমোটা বেশ থমথমে। সেখানেই সালমান জানিয়ে দিলেন, এবারের বিগ বসের ঘরে থাকবেন খোদ সালমান! শুধু এবার সঞ্চালনায় নয়। ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে সময়ও কাটাবেন তিনি। খেলার নিয়মেও থাকছে অনেক রদবদল।

প্রোমোতে সালমান বললেন, ‘১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন।

এদিকে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘বিগ বস-১৬’তে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সালমান খান। এই তারকা নাকি প্রায় ১ হাজার কোটি রুপি নিচ্ছেন! যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘বিগ বস’ সিজন ১৬ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রচার হওয়ার কথা রয়েছে।

Exit mobile version