Home বিনোদন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোরা ফাতেহি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে তার। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি। তবে এই দুর্ঘটনার ফলে নোরার কনকাশন হয়েছে।

চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ থাকা দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।

ওই সিঙ্গেলে ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে রয়েছেন নোরা। সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী যুক্তরাষ্ট্রের লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডউ আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন তিনি।

মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটছে নোরার। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। চলতি বছরে নোরার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলির মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

Exit mobile version