বিনোদন ডেস্ক : হলিউড-বলিউডের মেলবন্ধন কিংবা সাংস্কৃতিক কূটনীতির নতুন ইঙ্গিত-যেভাবেই দেখা হোক, হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রতি বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ পান রাজনীতি, সংস্কৃতি, শিল্প ও সমাজের নির্বাচিত কিছু প্রভাবশালী ব্যক্তি। সেই সীমিত তালিকায় একজন ভারতীয় অভিনেত্রীর উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কাড়ে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে মল্লিকাকে দেখা যায় হোয়াইট হাউসের প্রবেশপথে দাঁড়িয়ে থাকতে। আরেকটি ছবিতে সন্ধ্যার সাজে, ফার জ্যাকেটের সঙ্গে গোলাপি পোশাকে ধরা দেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিওতে অতিথিদের উদ্দেশে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও দেখা যায়, যা অভিনেত্রী নিজেই পোস্ট করেছেন।
ক্যাপশনে মল্লিকা লেখেন, হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারের আমন্ত্রণ তার কাছে অবাস্তবের মতো অনুভূতি এবং তিনি কৃতজ্ঞ।
তবে এই উপস্থিতি শুধুই গ্ল্যামারের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। অনেকেই প্রশ্ন তুলেছেন-কোন সূত্রে বা কোন ভূমিকায় তিনি এই আমন্ত্রণ পেলেন? আবার কেউ কেউ এটিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় বিনোদন জগতের প্রতিনিধিত্ব হিসেবেও দেখছেন।
একদিকে যেমন প্রশংসা এসেছে তার লুক ও আত্মবিশ্বাস নিয়ে, তেমনি নেটদুনিয়ায় উঠেছে কৌতূহল, বিতর্ক ও নানা ব্যাখ্যা। স্পষ্ট করে কিছু না জানালেও, এই ঘটনা ফের মনে করিয়ে দিল-সিনেমা ও সংস্কৃতি অনেক সময়ই কূটনীতির নীরব ভাষা হয়ে ওঠে।
উল্লেখ্য, ‘মার্ডার’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া মল্লিকা শেরওয়াত সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক সাফল্যের দৌড়ে খুব একটা সামনে না থাকলেও, আন্তর্জাতিক পরিসরে তার উপস্থিতি যে এখনও আলোচনার জন্ম দিতে সক্ষম, তা এই ঘটনাই প্রমাণ করে।
