Home কানাডা খবর শোক সংবাদ

শোক সংবাদ

বাংলাদেশ শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এনআরবি গেøাবাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওয়ামী লীগ কানাডা শাখার সাবেক প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা এম এ আহাদ চট্টগ্রামের একটি হাসপাতালে গত ২৩শে মে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমএ আহাদ দীর্ঘ দিন কানাডায় ছিলেন এবং বর্তমানে তিনি সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছিলেন। মন্ট্রিয়লের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে তিনি অভিভাবকের ভূমিকা পালন করতেন। তার অবদান মন্ট্রিয়লবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামে নীজ বাবা-মার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর জামাতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এম এ আহাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। (তথ্যসুত্র: সাংবাদিক দেওয়ান মনিরুজ্জামান)

Exit mobile version