Home কানাডা খবর ৩য় স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে : টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ...

৩য় স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে : টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ

টরন্টো: টরন্টোর ডেন্টোনিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারের কাজ শুরু হয়েছে এ মাসের ৭ তারিখে। ইতোমধ্যেই ৩য় স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। এই স্তরে মনুমেন্টের বেইজ ঢালাই এবং কলামের রড সংযোজন হয়েছে।

এই সপ্তাহের মধ্যেই স্থাপনার এলাকার মাটি ভরাট সম্পন্ন করে মূল কলামের ঠলাই কাজের প্রস্তুতি নিবে। ঢালাই কাজের সময় উপস্তিত ছিলেন “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক”(ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ, পরিচালক জামাল হোসেন, এ কে আজাদ, প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মাদ আলী হোসেন।

সংগঠনের প্রেসিডেন্ট ম্যাক আজাদ বাংলা কাগজের সাথে আলাপকালে জানান, আমাদের কাজ স্বাভাবিকভাবেই চলছে। আমরা আর এক ধাপ এগিয়ে গেলাম

Exit mobile version